সুফিসাধক আল্লামা জামির একটি কালাম-এর ভাবার্থ
তেরে ইশকে মে হ্যায় মেরা আব ইয়ে আলম।
তােমার প্রেমে আমার সমস্ত সত্তা বিলীন হয়ে আছে।
কাভি জাবালাব হু কাভি শেলে মাতম।
কখনাে আমি সৃষ্টির সৌন্দর্যে বিভাের থাকি, কখনাে আমি বিচ্ছেদ কান্নায় বিবর্ণ হয়ে যাই।
ইয়ে কাহকে কার কারু ম্যায় তেরা খায়রে মাকদাম।
এটা আমি কিভাবে বলব যে, আমি তােমার ভালােবাসায় ফিরে আসব?
বানােকে সিনানাতে জিগার মি ফারােশাম।
যুগের আবর্তনে আমি তােমাকে কিভাবে ধারণ করব?
বা তেগে আদায়ে তাে সারমি ফারােশাম।
আমার মাথার উপর তাে উলঙ্গ তলােয়ার রয়েছে, আমি তােমাকে কিভাবে ধারণ করব?
ব শাওকাতে জা বালাব আমদ তামামী।
সৃষ্টির সৌন্দর্যের গতিময়তা নিয়েই আমি আমার শেষ পরিণতিতেও তােমার নিকট ফিরে আসি।
ফা কুমকুম ইয়া হাবিবী কাম তানামী।
সুতরাং হে রাজার রাজা বন্ধু আমার, আর কতকাল ঘুমাবে?
হামা পায়গাম্বারাে দার জুসতাে জোয়াম।
আমার সুসংবাদদাতাকে আমি আর কত কাল খুঁজব?
খােদা দানাদ্ কে দো বারচে মাকামী।
খােদাই ভালাে জানেন যে, আমার অবস্থানটি কোথায় হবে?
হামা মা বার সারে জামা বাতানকো।
আমার দেহের পােশাকটি কি আমার মর্যাদা অনুপাতে হবে না?
ফাকাদ সাওয়ে বা রুখ মাহে তামামী।
সুতরাং শেষ পরিণতিতে আমার মর্যাদাপূর্ণ চন্দ্রমুখটির কী হবে?
উমিদে খাল্লাতে শাহী না দারাম।
শাহী দরবারে বন্ধুত্ব ছাড়া প্রবেশের অনুমতি আশা করা যায় না।
বা সারকারে সেদো গাহে গােলামী।
পীরের দরবারে ফকিরিই একমাত্র গােলামি।
বা হুসনে এহতামামা ইয়ারে জামী।
হে জামি, তুমি তাে পীরের সৌন্দর্যের মাঝেই অভিভূত হয়ে আছ।
তােফায়েলে দীদ জারা ইয়াবদ্ তামামী।
আমার শেষ পরিণতিতে আমার প্রতি একটু দয়ার দৃষ্টিতে দেখিও।
0 Comments