"পীর পূজাই আল্লাহর পুজা"আমীর খসরু রহঃ
"তোমার পীরই তোমার প্রথম প্রভু"
মোজাদ্দেদ আলফেসানী রহঃ
"আমি প্রভুতে পরিনিত হয়েছি তোমরা আমার উপাসনা করো "
বায়েজীদ বোস্তামী রহঃ
"যদি আল্লাহকে দেখতে চাও আমার চেহারার দিকে তাকাও "
খাজা মইনদ্দিন চিসতী রহঃ
জালালউদ্দিন রুমি রহঃ
"পীরের সুরতে নবী মোস্তফাকে দেখলাম ,তিনি নবী মোস্তফা নন সয়ং প্রভু "
বু আলী শাহ কলন্দর (রহঃ)
"যে মোর্শেদ সেই তো রাসূল ইহাতে নাই কোন ভূল ,খোঁদাও সে হয় ! এই কথা লালন কয়না আল্লাহর কুরআনে কয় "
ফকির লালন শাহ
যদি কেউ পীরের দরবারে যাও জাহিরি বিদ্যা পরিত্যাগ করে যাও
বড় পীর আব্দুল কাদের জিলানী(রঃ)
আমি এমন প্রভুর ইবাদত করি না যাকে দেখা যায় না
মাওলা আলী (আ:)



যখন তুমি পীরকে কবুল করিয়াছ,তখন তাহার ভিতরে তোমার খোদা ও তোমার রাসুল আছেন ইহা বিশ্বাস কর।
যাহার ভিতরে এই বিশ্বাসের ক্রটি হইবে,তাহার জন্য তরিকতের নিয়ামত নছিব হইবে না;অর্থ্যাৎ আসল হাকিকত সে বুঝিতে পারিবে না।
মাওলানা জালালুদ্দিন রুমী (রঃ)
"তুই যদি খোদাকে নাই চিনতে পারলি, কমপক্ষে তার নিদর্শনকে তো চিনতে পারতি, "আমিই পরম সত্য" কারণ সত্যের ভিতর দিয়ে আমিই পরম সত্য" মানসুর হাল্লাজ(রহঃ)
0 Comments