সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হজরত বাবা আমির খসরু রচিত কালাম-এর ভাবার্থ

 




হজরত বাবা আমির খসরু রচিত কালাম-এর ভাবার্থ

বুয়ে দিল আজ গুবারে মি আয়েদ।

আমার অন্তর তােমার সৌরভে আজ সম্পূর্ণ ভরপুর, যখন আমি নিজেকে পেয়েছি তােমাতে।

শায়েদা শাহ সাওয়ারে মি আয়েদ।

আমাকে তােমার মাঝে বিক্রি করতে পেরেছি বলেই তাে, রাজাধিরাজের শুভ আগমন হয়েছে।

খাবারাম রাশিদে ইশাব কে নিগায়ে খাহি আমদ।

আমার ধারণাও ছিল না যে, রাজাধিরাজের গােপন বাণী ধ্যানসাধনায় আমিকে তাড়িয়ে দেবার পরেই আসবে।

সারে মান ফেদায়ে রাহে কে সাওয়াবে খাহি আমদ।

সবটুকু মন সম্পূর্ণ উৎসর্গ করার পর দেখি পরম আপনরূপে মূর্তিমান হয়ে আসেন আমারই মাঝে।

হামা আ হুয়া সেহেরা সারে খুদী নিহাদা কারদি।

পরম তাঁর নূতন রূপে নববধূর মতাে আগমন করেন যখন আমিকে আমি নাই করতে পেরেছি।

বাউদি কে আঁকে ঝুঁদে বাসিতারে খাহি আমদ।

পরমের আগমন আমারই মাঝে আসে যখন আমিটা আর আমার মাঝে থাকে না।

কাশাসে কে ইশকে দারা না গুজারে তামাদিদা।

ইশকের বেদনা, জ্বালা-যন্ত্রণা হাসিমুখে বরণ করে নিতে না পারলে পরমের দর্শন লাভ হয় না।

বাজানা নাজার আগার না আয়ি বা মাজারে খাহি আমদ।

আমার মাঝে আমি থাকলে পরম আসেন না, আর না থাকলে আমি সবার তীর্থস্থানে পরিণত হই।

বয়াক আহমদাল অজুদে দিল দ্বীনও সবরাে খসরূ

আমার অস্তিত্বের সবটুকু এমনকি খসরুর অন্তর এবং ধর্মটিও।

চে শাবাদ আগার বাগিসা দোসেদারে খাহি আমদ।

পরমের দরজায় আসলে পর সামান্য চাওয়া-পাওয়াটুকু সঙ্গে রাখা যায় কি!


Post a Comment

0 Comments