“আমি খােদাকে খুঁজলাম, কিন্তু কেবল নিজেকেই খুঁজে পেলাম। আর যখন নিজেকে খুঁজলাম তখন কেবল খােদাকেই খুঁজে পেলাম।'
“তুমি নীরব হয়ে যাও! একমাত্র খােদাই তাঁর হাত দিয়ে তােমার হৃদয়ের বােঝাসমূহদূর করতে পারেন!
মুহাম্মদের আলাে কোন অগ্নিপুজারি বা ইহুদিকে পরিত্যাগ করে না। তাঁর সৌভাগ্যের ছায়া যেন সবার উপর উজ্জ্বল হয়! তিনি সুপথে নিয়ে আসেন যারা পথভ্রষ্ট হয়েছিল মরুভূমিতে।
“এসাে, এসাে, যেখানেই থাকো! এসাে, তুমি তােমার শপথ সহস্রবার ভঙ্গ করলেও এসাে, এসাে, আবার এসাে, আমাদেরটা তােহতাশার কাফেলা নয়!!! "
“হে প্রভু আসলে তােমার আত্মা আমার আত্মা একই। তুমি আমার ভিতর আছ। আমি তােমার ভিতর আছি। আমরা দুইজন ই একে অন্যের ভিতর লুকিয়ে আছি।
“আল্লাহর কোরআনের কাছে যাও, তাতে আশ্রয় নাও সেখানে নবীর আত্নার সাথে মিশ বইটি বহন করেনবীর বিভিন্ন অবস্থার কথা। সমুদ্রের ন্যায় তার পবিত্র মহিমা প্রকাশ কর ।
0 Comments