সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বাবা

 যার কিছু নাই তার সবকিছু আছে।

বন্ধুত্ব করা যায় না, বন্ধুত্ব সৃষ্টি হয়ে যায়।

আপন স্মৃতিই বন্ধন এবং বিস্মৃতিই মুক্তি।

তুমি ব্ৰহ্মকে নিজের আত্মাতে দেখতে পাবে।

চোরও চোরকে ঘৃণা করে, যে চোর গরু চুরি করে।

আইনের যেখানে কবর, ভালােবাসার সেখানে শুরু।

যার ভেতর নম্রতা নেই, তার জন্য সুফিবাদ হারাম।

ভালাে কখনােই বাসা যায় না, ভালােবাসা হয়ে যায়।

৯.

সাধু সাজা যত সহজ, সাধু হওয়াটি ঠিক ততটুকু কঠিন।

১০.

তােমার অতি চঞ্চল মনটিকে একের মধ্যে ডুবিয়ে দাও।

.

ধ্যান-সাধনা ছাড়া মুখের কথায় শয়তান বিতাড়িত হয় না।

১২. রাজা হলেই রাণী পাবে, আর ভূত হলে পেত্নীই পছন্দ করবে।

১৩.

অনুকরণ অনুসরণের প্রতিভার চেয়ে সৃষ্টিশীল প্রতিভা বেশি দামি।

১৪. অনুশােচনায় আনন্দ থাকে না, আনন্দের মাঝে অনুশােচনা থাকে না।

১৫. ফকিরের সাধনা কোন কিছু পাবার জন্য নয়, সব কিছু হারাবার জন্য।

১৬. নিজের সঙ্গে থাকা খান্নাস হতে মুক্ত হওয়াই ধর্মের একমাত্র উপদেশ।

১৭.

প্রেমকে বেঁধে রাখতে পারবে না। যেন একটি জ্বলন্ত আগুনের টুকরাে।

১৮. ভালােবাসার বকুনীও আনন্দ দেয়, আর চাটুকারের প্রশংসা চমকিয়ে দেয়।

১৯. তুমি শিখাও আমি চুপ করে থাকি, অথবা আমি শিখাই তুমি চুপ করে থাকো।

২০. মানুষের শক্তি অখণ্ড শক্তির পরিচালনাধীনে খণ্ড মানবশক্তিরূপে চালিত হচ্ছে।

২১.

প্রেম করা যায় না প্রেম হয়ে যায়, এক্সিডেন্ট করা যায় না-এক্সিডেন্ট হয়ে যায়।

২২. যারা খান্নাসমুক্ত নফসের অধিকারী তাঁরাই মাস্তান। এক কথায় এরাই আল্লাহর ওলি।

২৩. অনুষ্ঠান একটি প্রতিকী ব্যাপার, প্রতীকের আড়ালে লুকানাে সত্যটিকে প্রতিষ্ঠা করাে।

২৪. শক্তির পূজারি দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারি স্বেচ্ছায় সবকিছু হারাতে চায়।

২৫. মশারির ভেতরে বসে জিকির করা সহজ কিন্তু টাকার স্তুপের উপর ঈমান ঠিক রাখা কঠিন।


Post a Comment

0 Comments