যখন তুমি কোন চুক্তি, যুক্তি আর প্রত্যাশা ছাড়াই ভালোবাসতে পারবে, তখন তুমি জান্নাত খুঁজে পাবে।
"হয় তুমি ভালোবাসার মাঝেই আছ, একদম কেন্দ্রে। নতুবা এই পরিসীমার বাইরে তুমি আছ, এই দুরত্বের হাহাকার বুকে নিয়ে”
“আমি কি আত্মিক, নাকি বস্তুগত, নাকি শারীরিক ভালোবাসার দিকে মন দিবো?” এসব প্রশ্ন করতে যেয়ো না। বৈষম্য তো কেবল বৈষম্যেরই জন্ম দেয়। ভালোবাসার জন্য এসব নানান রকম নাম, বিভাজন অথবা সংজ্ঞার প্রয়োজন নেই।
“ভালোবাসা ছাড়া জীবন হলো স্রেফ আবর্জনার মতন।”
“খানাপিনা কম করে বা রোজা রেখে তুমি তোমার শরীরকে বিশুদ্ধ করতে পারো কিন্তু ভালোবাসা কেবল নিজ হৃদয়কে বিশুদ্ধ করবে।”
0 Comments