সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"পৃথিবীটা তােমারই জন্য তুমি পৃথিবীর জন্য নহ।”

“আমার দৃষ্টিতে দেশ প্রেম এবং দেশ পূজা এক কথা নয়।"

৩, | "গুরু প্রেমে যদি কাফের ফতােয়া নাই পাই, তবে পীর পূজারী হবাে কি করে!"

“ওগাে নবীজী! আপনার ভালবাসা যদি, নামাজে আমার না দেয় দিশা, ব্যর্থ আমার রুকু-সিজদা, নামাজে দাড়ানাে সবই বৃথা।

“ব্যক্তি জন্ম নেয় এক মুষ্টি ধুলি থেকে সরল দীন, ব্যক্তির অন্তর থেকে জন্ম নেয় এক জাতি।"

“স্কুলে অধ্যায়ন করে নয়, কিতাবের পাতা পড়ে নয়। প্রকৃত মানুষ তৈরী হয়, বুযুর্গদের একটি মাত্র নজরে।”

“খুদিকে(আত্মাকে) এইরুপ উন্নত কর যে,তােমার প্রতিটি ভাগ্যলিপি লিখার পূর্বে খােদা যেন শুধান,কি তােমার অভিপ্রায়।

৮, “ওটা কোন ইবাদাতই না, যেথায় নবীজীর প্রেম থাকেনা। সুগন্ধ ছাড়া কোন ফুল হয় না, কাগজের ফুলে সবাস থাকেনা।”

“হে খােদা! যে বেহেশত বানিয়েছ ওটা মােল্লাদেরকে দিয়ে দাও। আমি বেহেশত চাইনা, শুধু তােমার রহস্যের মাঝে ডুবে থাকতে চাই।”

10, "সত্ত্বারে কর সাধনায় তব উন্নত এতখানি; খােদা যেন খােদ মজবুর হয়ে, শুধায় তােমারে- বল নির্ভয়ে কি দেব তােমায়? পেতে চাও তুমি কেমন জীবন।"

জাগ্রত রুহের অধিকারী (প্রেমমন্দির, কামেল গুরু) প্রেমে আপন ঘরটিকে নুরময় করে তােলা"

 ১২. “তােমার পথ তাে আমিরি নহে, বরং ফকিরিই তােমার জন্য প্রযােজ্য।”

যত, "দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলাে মানুষের হাতিয়ার।"

18. "ঈমান, চিন্তা ও আবিষ্কার সুন্দর জীবনের তিনটি নক্ষত্র।"

১৫. “খােদা তােমার রহস্যময় পােশাকের ভেতরেই তােমার আমিটির ভেতর লুকিয়ে আছেন।"

৫৬. “ধর্ম কোনাে মতবাদ নয়, কোনাে পৌরহিত্য নয়, কোনাে অনুষ্ঠান নয়, বরং ধর্ম এমন একটি জীবনবিধান যা মানুষকে বিজ্ঞানের যুগেও তার দায়িত্ব পালনে প্রস্তুত করে এবং তার প্রতীতিকে দৃঢ় সক্ষম করে দেয়, যার ফলে সে সত্যোপলব্ধিতে সক্ষম হয়ে উঠে। Read More


Post a Comment

0 Comments