সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মারেফত কী ও কেন?

 

মারেফত কী ও কেন?

আরবি ‘আরাফা' শব্দ হতে মারেফত। আরাফা অর্থ হলাে জানা, জ্ঞান লাভ করা। মারেফত অর্থ লব্ধ জ্ঞান। মারেফত দিয়ে জগত ও জীবনের যে কোনাে বিষয়ের সম্যক জ্ঞান জানা যায়। স্থুল দর্শন প্রকৃত দর্শন নয়, সূক্ষ্ম দর্শন প্রকৃত দর্শন। জ্ঞানীগণ সূক্ষ্মতা অবলম্বন করে জীবন ও জগতকে দেখেন, ইহাই মারেফত। লােকেরা যাকে মারেফত বলে মনে করে, আসলে উহা মারেফত নয়। কারণ অজ্ঞাত বিষয় জানাটাই মারেফত। অজ্ঞাত বিষয়টা অজ্ঞাত থেকে যায় বলে মারেফত জ্ঞান লাভ হয়। মারেফতের মূল কেন্দ্রভুমি আপন দেহ-মন। আপন দেহ-মনের পরিচয় পেলে মানুষ তার রবের পরিচয় পায়। রবের পরিচয় পেলে সে তার সৃষ্টিকর্তা, পালনকর্তা ও ধ্বংসকর্তার সম্যক পরিচয় লাভ করে। যতদিন পর্যন্ত মানুষ এই রবের পরিচয় না পায়, ততদিন সে দুঃখচক্রের আবর্তে নিজের দুঃখ নিজে সৃজন করে ঘুরতে থাকে। এ জন্য কোরান বলছে, ওয়াত্তাকু রাব্বাকুম তােমরা তােমাদের রব সম্বন্ধে সাবধান হও। ইহাই মারেফতের গােপন কথা।

অতএব, বাজারের বিতর্কমূলক তথাকথিত শরিয়তের ধোঁকায় পড়ে পরস্পর আত্মকলহে লিপ্ত হয়াে না। আপন দেহ হতে আপন রবের মারেফতের দ্বার উদঘাটন করে আল কেতাবের শরিয়ত বুঝে লও, তবেই সকল বিতর্কের অবসান ঘটবে। মারেফতের গােপন কথা আসলে গােপন নয়। সম্যক গুরুর প্রতি ভক্তিযােগ অথবা জ্ঞানযােগের পথ ধরলেই গােপন কথার তালা খুলে আল কেতাবের দ্বার খুলে যাবে।

ডাঃ বাবা জাহাঙ্গীর (মারেফতের গোপন কথা)

Post a Comment

0 Comments