যদি কেহ কোন কল্যাণের উন্মেষ ঘটায় অথবা কাহারও কোন কল্যাণ করিয়া উহা গোপন রাখে অথবা যদি অসীম মন্দের কোন কোন অংশকে ক্ষমা করে তবে আল্লাহ্ তাহাকে স্নেহের ক্ষমা করিয়া তাহাকে উন্নত তকদীর দান করেন। কাহারও প্রতি কোন কল্যাণকর কাজ করিলে উহা গোপন রাখা ভাল।'
মাওলা সদর উদ্দিন আহ্মদ চিশতী (আ.)
0 Comments