"আংশিক জ্ঞানের বিপদ হলো অনুমান ও ধারণা কেননা অন্ধকারের মাঝেই তার অধিবাস।"
"ওহে ! লবণাক্ত ঝরনার মাঝে তোমার অধিবাস
জিহুন ফুরাতের মত সুপেয় নদীর পানির স্বাদ তুমি কি করে বুঝবে?"
"প্রতিটি দৃশ্যমান বস্তু একটি প্রচ্ছন্ন মৌলিক সত্যের হিকমত থেকেই প্রকাশ পেয়েছে।"
" শরীরের ইন্দিয়াভুতির খোরাক হল অন্ধকার;আর হৃদয়ের মাঝে যে অনুভুতি বিরাজমান
তার খোরাক সূর্য কিরণ।"
"জনসমাবেশে পরিপূর্ণ এই বাজারে তামার ন্যায় মুল্যহীন ইন্দিয়কে স্বর্নের ন্যায় মুল্যবান ইন্দিয়ের
বিনিময়ে ক্রয় করবে?"
"দুনিয়ার মতলব মানুষকে ব্যার্থতার শিকারে পরিনত করেছে।"
"যদি তুমি চাও যে তুমার দুর্ভাগ্যের পাল্লা হাল্কা হোক,তাহলে তুমি চেষ্টা কর যাতে তুমার মধ্যে
দর্শন - চিন্তা কম হয়।"
"বাহ্যিক বিজ্ঞান প্রকৃতি ও কষ্ট কল্পনা থেকে যা আসে তা আল্লাহর ফয়েজ শুন্য হয়।"
0 Comments