আমার বুক আমার মাশুকের নূরে ভরপুর।
বুত পরস্তম তথা আমি কেবলই পীরপূজা করি।
কেননা আমার হৃদয়টি হলাে,
তথা অন্তরটি হলাে, পীরপূজার সনমখানা।
যখন আমি মাশুকের দরজায় লুটিয়ে পড়লাম
তখনই আমার মাশুক বললেন ;
বু আলী আমারই প্রেমিক, আমারই দিওয়ানা।
আমি ও আমার মাশুকের মাঝে যে গােপন রহস্য লুকিয়ে আছে
উহা কেরামান কাতেবিনও জানে না।
হে বু আলী, খােদাকে খুদির মাঝে কখনও সম্পূর্ণ ধরে রাখা যায় না,
তাই তাে খুদিকে পুনরায় কাবার দিকে নিয়ে যেতে চায় ।
ধর্ম ও কুফরির মত ও পথের আমার আর কোনাে দরকার নাই,
যখন বু আলী কলন্দর মুক্তি পেল।
0 Comments