সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হযরত আলী (রাঃ)

 হযরত আলী (রাঃ) তিনি ছিলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর চাচাতো ভাই এবং ইসলামের ৪র্থ খলিফা। তাঁর সময়কাল ছিল ৬৫৬-৬৬১ সাল পর্যন্ত। তাছাড়া । তিনি ২৩ অক্টোবর ৫৯৮ সালে পবিত্র মক্কার কাবা শরিফের ভিতরে জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই তিনি হযরত মোহাম্মদ (সাঃ) এর সাথে লালিত পালিত হয়েছেন। মাত্র ১০ বছর বয়সে তিনি সর্বপ্রথম নবুয়াতের ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করেন। তাছাড়া তিনিই ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম পুরুষ যিনি ইসলাম গ্রহন করেন। তিনি প্রায় সকল যুদ্ধেই মোহাম্মদ (সাঃ) এর সাথে অংশগ্রহন করতেন। বদর যুদ্ধে তিনি অনেক সাহসীকতার পরিচয় দেন। যার কারনে হযরত মোহাম্মদ (সাঃ) তাঁকে জুলফিকার নামক তরবারি উপহার দিয়েছিলেন। তার পর যখন তিনি খাইবারের কামুস দুর্গ জয় করেন, তখন হযরত মোহাম্মদ (সাঃ) তাঁকে “আসাদুল্লাহ” বা আল্লাহর সিংহ নামে উপাধি দেন। তিনি প্রায় ২৯ বছর যাবত ইমামের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন খুবই সাহসী এবং জ্ঞানী। তাছাড়া তিনি ছিলেন অলৌকিক ইসলামিক শক্তির অধিকারী।

যেমনঃ একদিন একবার জনগণ বৃষ্টির জন্য আলী (আ.)’র কাছে গিয়ে আবেদন করায় তিনি দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ শুরু হয়। এতো বৃষ্টি হলো যে এবার জনগণ বলতে লাগলো: খুব বেশি বৃষ্টি হচ্ছে। ফলে তিনি আবারও দোয়া করায় বৃষ্টি কমে যায়। তেমনি আরোও অনেক ঘটনা রয়েছে। তিনি ছিলেন খুবই সাহসী। যার কারনে তিনি অনেক যুদ্ধ জয় করেছেন।

মুলজিম নামে এক খারেজী বিষাক্ত ছুঁড়ি দিয়ে মাথায় জখম করায় কুফার মসজিদে ২৮শে জানুয়ারি ৬৬১ সালে নামাজ পড়া অবস্থায় তিনি (গুপ্ত হত্যার কারণে) শাহাদাৎ বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৬০ বছর। আত্মপ্রকাশের আজকের আয়োজনে থাকছে, হযরত আলী (রাঃ) এর উক্তি ও অমূল্য বাণী সমাবেশ।

Post a Comment

0 Comments