সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

পীরের নিকট দীক্ষিত না হইলে কোন বন্দিগী কবুল হয় না

পীরের নিকট দীক্ষিত না হইলে কোন বন্দিগী কবুল হয় না


দীক্ষিত না হয় যেই পীরের সমীপে ।

মন তন বেন্ধে সেই রাখিবে কিরূপে ॥

জংলি ঘােড়া মাঠে ফিরে সহিস বিহনে ।

দেও ভূতে দৌড়াইয়া ফিরে বনে বনে ॥

বিরাণ ঘরেতে হয় দেওয়ের আছর ।

বসতি কঠিন জান তাহার ভিতর ॥

ভূতুম পেঁচকা যথা নিরবধি ডাকে ।

বিরাণ পাইলে জাগা সদা বসে থাকে ।

যে জাগাতে হয় জান ঘাের অন্ধকার।

কখন কি হয় তথা লােকের গুজার ॥

চোরের বসতি হয় যে ঘর মাঝার।

দেশপতি চোর যথা চোর কর্মকার ॥

তথায় বসতি করা হইবে কঠিন।

বসতি করিলে হবে চোরের অধীন ॥

বক্তেক উজির যার হইবেক পীর ।

দাগাদারি কাম তার করিবে তাছির ॥

নামাজেতে খাড়া যদি খােদা করে মনে।

পবনের আগে মন চলে যাবে বনে ॥

শয়তান হইতে পানা ধরিবে খােদার ।

পাইতে খােদার পানা পীর দরকার ॥

নতুবা শয়তান পীর হয় তা সবার।

দমে দমে দাগা দেয় হেন দাগাদার ॥

এ কারণে এবাদতে নাহি পায় মজা।

করিতে জেকের তার ঘাড়ে চড়ে বােঝা ॥

কিছুতে না ফল পায় যত করে চাষ।

খােদার জেকের যেন ঠেকে বন ঘাস ॥

অতএব কহিয়াছে কোরানে আপন।

মন নিবেশিয়া তাহা শুন বন্ধুগণ ॥


ওদের মনের মধ্যে বেরাম যখন।

আরও বেশি করে খােদা বেরাম তখন ॥

যাহার ঘরেতে করে মাের্শেদ আসন।

খােদা বই কোথা হয় মনেতে স্মরণ ॥

পীর ঘরে প্রভু নাম নিরবধি জমা ।

জল কুপে জল যেন নাহি পায় ক্ষমা ॥

ঝরণার জল যেন করে কল কল ।

নিরবধি বহে যেন করে মহাবল ॥

বেগেতে পবন ধায় হুহু কভু করে ।

ধুম ধুম হুম হুম রবে যেন ঝরে ॥

মহা অগ্নি কোপ যেন ধা ধা ঘােরতর ।

সাগর তরঙ্গ হেন সাঁ সাঁ শব্দে স্বর ॥

মেঘের নাদেতে ধ্বনি শন শন সাের।

যত বেগে চলে গাড়ি হুহু তত পর ॥

তেমনি পীরের দেহে গভীরতা জল।

যে ডুবিল সেই জলে পড়িলেক তল ॥
সে জলের তলদেশে খেজের আসন।
খেজের রক্ষক তথা খেজের শাসন ॥
দূতগণ চৌকিদার খেজের সমীপে।
ভূতগণ দাগাদারি করিবে কিরূপে ॥
প্রবেশ করিল যেই পাতাল মাঝার।
জলাকার বিনা কভু দেখিবে না আর ॥
নাক মুখ বন্ধ করে কানে দিয়া তালা ।
জল তলে ডুব দিয়া হিম কর জ্বালা ॥
যে তরীর হবে ভাই মাের্শেদ কাণ্ডারী ।
সেই তরী চালাইতে দাড়ি হবে বারি ॥
সােনার পুলা আগ ভােটে ইঞ্জিন চালায় ।
কল ঘরে টেন্ডেল সই টিপ দিলে ধায় ॥
ইষ্টিমের জোর ভারী বাইলেট ডবল ।
পাখা বেগে উজান ধায় হু হু সােরগােল ॥
অন্ধকার ধন্ধকার আর খােয়াকারে।
ঘুচিবে মাের্শেদ দিলে দিয়াবাতি তারে ॥
খস্ খস্ দিয়া বাতি যখন ঘসিবে।
ফশ ফশ করে আলাে বাহির হইবে ।
ঘেস কলে ঠেস দিয়া দেখ একবার।
একই কলের চাপে জ্বলিবে হাজার ॥
যথায় হাজার বাতি জ্বলে দিবা রাতি ।
তথা কি হইবে আর চোরের বসতি।
চোর চাহে ভরা বাড়ি ঘাের অন্ধকার।
হাজার দীপের আগে কোথা চোর আর ॥
খাড়া হও নামাজেতে করহ বন্দেগী ।
হইবে না হইবে না কখন রান্দেগী ॥
যতক্ষণ আছ তুমি নামাজে খােদার।
আসিবে না আসিবে না কু-ঘটনা আর ॥
কেরাত পড়িবে যদি তাবত কোরান

Post a Comment

0 Comments