চিতাঃ স্বপ্নে চিতা বাঘ দেখা ধোকা, আত্মদর্শন, আত্ম প্রদর্শনের এবং আল্লাহর প্রতি অহংকার ও ধোকার ইঙ্গিতবহ।
সিংহ - সিংহ স্বপ্নে দেখা আত্ম গৌরব ও আল্লাহর সৃষ্টির উপর প্রভুত্ব প্রতিষ্ঠার নিদর্শন।
রীচ : রীচ দেখা আজ্ঞা পালনকারী ও অধীনস্থদের প্রতি ক্রোধ ও বড়ত্ব। প্রকাশের নিদর্শন। ভল্লুক : স্বপ্নে ভল্লুক দেখার ব্যাখ্যা হল যে, স্বপ্নদ্রষ্টা অবৈধ ও সন্দেহযুক্ত বস্তু বিচার ও পার্থক্যহীনভাবে আহার করার নির্দেশক। কুকুর ঃ স্বপ্নদ্রষ্টা দুনিয়ার প্রেমে আসক্ত হয়ে সর্বদা ক্রোধান্বিত থাকে। | শুকুর ঃ শুকুর স্বপ্নে দেখা হিংসা-বিদ্বেষ ও কু-বিপুর অভিলাষ ও চাহিদা | নির্দেশক।
খরগােশ ঃ স্বপ্নদ্রষ্টা পার্থিব কাজে ছল-চাতুরীর আশ্রয় নেয়া। শৃগাল ঃ স্বপ্নে শৃগাল দেখার ব্যাখ্যা ও খরগােশ দেখার ন্যায়। অবশ্যই খরগােশ ও শৃগাল দেখার মধ্যে অলসতার দোষই বেশী হয়ে থাকে। বাঘ/কচ্ছপ ও দেখার ব্যাখ্যা হল যে, স্বপ্নদ্রষ্টার মাঝে মুখতার কারণে পার্থিব আসক্তি, নেতৃত্বের অভিলাষ, বিজয় ও প্রতিপত্তি নির্দেশক। সাপঃ দ্রষ্টা লােকদেরকে রসনার মাধ্যমে কষ্টদানে নিয়ােজিত রয়েছে। যেমনগালি-গালাজ, মিথ্যা অভিযােগ করা, পরনিন্দা, মিথ্যা বলা, ভুল সাক্ষ্য দেয়া ইত্যাদি। এরূপ অনিষ্টকারী বিচরণশীল প্রাণী ও হিংস্র জন্তুসমূহ স্বপ্নে দেখার সঠিক ব্যাখ্যা অন্তদৃষ্টিসম্পন্ন লােকেরাই অবগত। বিচ্ছুঃ দ্রষ্টার স্বভাব হল গােপনে বিভিন্নভাবে লােকদেরকে কষ্ট দেয়া। যেমনগােপন বিষয় প্রকাশ করে দেয়া, অপবাদ দেয়া, অন্যের ছিদ্রান্বেষণ করা ও চোগলখােরীর স্বভাব। বােলতাঃ স্বপ্ন দেখা, জনসাধারণকে কথার মাধ্যমে কষ্ট দেয়া ও মানুষের সাথে বিনা কারণে শত্রুতা পােষণের ইঙ্গিতবহ। যেভাবে সাপ দেখার ব্যাখ্যায় বিদ্যমান। যখন তরীকতপন্থী ব্যক্তি এসব অনিষ্ট সাধনকারী প্রাণীর সাথে সংগ্রামে লিপ্ত দেখে এবং অনুধাবন করে যে, আমি ঐগুলাের উপর বিজয় লাভ করতে পারব
, তখন তার জন্য উচিত হল- ইবাদত, সাধনা ও যিকর-আযকারে ব্যাপৃত থাকা। ততক্ষণ পর্যন্ত কৃচ্ছ সাধনা ও যিকরে তন্ময় থাকা যতক্ষণ না সে ঐসব জন্তসমূহের উপর বিজয় লাভ করে, বিজয়ীবেশে সেগুলােকে পরাজিত ও ধ্বংস করে কিংবা এরপর তাদের মধ্যে হিংস্র স্বভাবের যেসব গুণাবলী পাওয়া যায়
সেগুলাে পরিবর্তন করে মানবীয় স্বভাবে পরিণত না করে। কারণ, তাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করা ও তাদেরকে নস্যাৎ করে দেয়াই হল কুরিপু ও যাবতীয় অনিষ্টতার পরিপূর্ণ অবসান ও কবর রচনা করে দেয়া। আল্লাহ তা'আলার বাণী
যদি স্বপ্নে হিংস্র জন্তুকে মানবাকৃতিতে দেখে তবে এর ব্যাখ্যা হবে যে, তার পাপ সমূহ পুণ্যে পরিবর্তন করে দেয়া হয়েছে।
0 Comments