সর্বশেষ

Header Ads Widget

Responsive Advertisement

ইমাম হুসাইন (আঃ)এর উপদেশ গুলাে নিম্নে তুলে ধরা হলাে:

 জনৈক এক ব্যক্তি ইমাম হুসাইন (আঃ) এর নিকটে আরজ করলাে, ইয়া ইবনা রাসুলুল্লাহ আমি গুনাহর মধ্যে জর্জরিত। আমার এ অবাধ্যতা থেকে পালানাের কোন পথ নেই। আমাকে আপনি উপদেশ দিন। তখন ইমাম বলেনঃ “পাচঁটি কাজ আঞ্জাম দেয়ার পর তুমি যত ইচ্ছা পাপ করে যাও।

উপদেশ গুলাে নিম্নে তুলে ধরা হলাে:

প্রথমটি হচ্ছেঃ “আল্লাহর রিযিক ভক্ষন করাে না অতঃপর যত খুশী গােনাহ করাে।

দ্বিতীয়ঃ “আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাও তারপর যত পার গােনাহ করাে।

তৃতীয়ঃ “এমন স্থানে চলে যাও যেখানে আল্লাহ তােমাকে দেখবেন না, অতঃপর যত পার গােনাহ কর।

চতুর্থঃ “যখন মালাকুল মৌত (মৃত্যুর ফেরেস্তা) তােমার রুহ কবজ করতে আসবে তখন যদি তুমি নিজেকে রক্ষা করতে পার তাহলে যত খুশী গােনাহ কর।'

পঞ্চমঃ “যখন আজাবের ফেরেস্তা তােমাকে আগুনে নিক্ষেপ করবে তখন যদি তা থেকে বাচঁতে পার তাহলে যত ইচ্ছা পাপ করে যাও।'


Post a Comment

0 Comments