সর্বশেষ

Header Ads Widget

Responsive Advertisement

সৃষ্টিকর্তা নিয়ে জালালউদ্দিন মুহাম্মদ রুমির উক্তি-STEP:4

 সৃষ্টিকর্তা নিয়ে জালালউদ্দিন মুহাম্মদ রুমির উক্তি-STEP:4

“মূর্খরা জাহিরি মসজিদের সম্মান করে কিন্তু আল্লাহর অলি-আউলিয়াদের কে অত্যাচার করে। ওহে গর্দভগণ! ঐ (মসজিদ) হচ্ছে অস্থায়ী নশ্বর বস্তু কিন্তু মানূষের হৃদয় হচ্ছে শাশ্বত সত্য-অমর। আল্লাহ প্রেমিকদের হৃদয় ব্যতিত কোন সত্য স্থায়ী মসজিদ নাই।'

“প্রভুর দরজায় আঘাত কর,তিনি তােমার জন্য তার দরজা উন্মুক্ত করে দিবেন। নিজেকে দুনিয়া থেকে অদৃশ্য করে ফেল,তিনি তােমাকে সূর্যের প্রখর আলাের মত দীপ্তিমান করে তুলবেন। নিজের মান-সম্মান আর অহংকার ধ্বংস করে ধুলায় লুটিয়ে যাও,তিনি তােমাকে জান্নাতের শিখরে টেনে তুলবেন। নিজেকে একদম শূন্য করে ফেল,তিনিতােমাকে সব কিছুর বাদশাহ বানিয়ে দিবেন।

“তােমার জীবনের প্রতিটি মুহূর্তের জন্য প্রভুর কৃতজ্ঞতা স্বীকার কর। তাহলে তােমার চেহারা সূর্যের মত চমকাতে থাকবে এবং তখন যে কেউই তােমাকে দেখবে সে স্বর্গীয় আনন্দ ও শান্তি অনুভব করবে।

“তুমি প্রভুকে কেন দূরে খোঁজ করছাে,সে তােমার অতি নিকটে কিন্তু তুমি জানাে না। যেমন কেউ তার হিরার-হাড় পাগলের মত খুঁজে বেড়ায় এক কক্ষ থেকে অন্য কক্ষে,অথচ তা তার গলায়ই রয়েছে।

"তুমি যদি মারিফত তথা গােপন কিছুর জ্ঞান লাভ করতে চাও,তাহলে অবশ্যই তােমাকে নিজের মান-মর্যাদা ও লজ্জা ভুলতে হবে। তুমি প্রভুর প্রেমিক হয়ে এখনাে চিন্তা করছাে যে “লােকে কি বলবে??!! Read More


Post a Comment

0 Comments