সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

 যত মত তত পথ। দেয়

ঈশ্বর মন দেখেন।

টাকা মাটি, মাটি টাকা।

আর তিনি যে কি তাহা জানি না।

প্রাণে অদ্ভুত শক্তির সঞ্চার হইবে।

তাঁর চারিদিকে আমরা বাইরে ঘুরে বেড়াই।

X

ভাল এবং মন্দ মজার বই বিনামূল্যে বাইবেল মজার-বইটি ডাউনলােড করুন!

বিজ্ঞাপন goodandevilbook.com

মহান ব্যক্তিদের একটি শিশুর প্রকৃতি আছে।

বন্ধন ও মুক্তি কেবল একলা মনের চিন্তা মাত্র।

সব কষ্ট শেষ হয়ে যায় যখন অহঙ্কার মারা যায়।

১০.

যতদিন আমি বেঁচে থাকি, ততদিন আমি শিখব।

১১.

তুমি নাহি দিলে দেখা কে তােমায় দেখিতে পায়।

১২. জ্ঞানের অর্থ হলাে, কাম ও লােভের থেকে মুক্তি।

ভাল এবং মন্দ মজার বই বিনামুল্যে বাইবেল মজার-বইটি ডাউনলােড করুন!

fugla goodandevilbook.com

शूलून

১৩.

একমাত্র ভগবানই বিশ্বের পথপ্রদর্শক এবং গুরু।

১৪. ক্রমে তত্ত্ব সফুর্তি দ্বারা তােমার হৃদয় সমুদ্ভাসিত হইবে।

১৫. যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছাে, শিখে যাও।

১৬.

মন আনন্দময় হইয়া যাইবে ও তুমি আপনাকে কৃতার্থ মনে করিবে।

১৭.

ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া, কোনাে কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়।

১৮.

আমি তাঁহাকে সাকার, নিরাকার ও এতদুভয়ের অতীত, ইহা জানিয়াছি।

OX Tools to create what you love. Designed for better drawing and painting. Clip Studio Paint - Free Trial

বিজ্ঞাপন CELSYS, Inc.

Open

CLIP STUDIO

PAINT

১৯. তিনি যাকে নিজে থেকে এসে ধরা না দেন, এতাে সহজ নয় তাঁকে ধরা।

২০. এক হিসাবে লজ্জা, ঘৃণা বা ভয় আছে যতদিন আধ্যাত্মিক হতে পারবেন না।

২১.

যে মানুষ স্বার্থহীনভাবে কাজ করে, সে বাস্তবে নিজের ভালােই করে চলেছে।

২২.

অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়।

২৩. তাঁর নাম করলে সব পাপ কেটে যায়। কাম, ক্রোধ, শরীরের সুখ-ইচ্ছা সব পালিয়ে যায়।

২৪.

ব্যাকুল হয়ে তাঁকে প্রার্থনা কর, যাতে তাঁর নামে রুচি হয়। তিনি মনােবাঞ্ছা পূর্ণ করবেন।

২৫. তােমাদের এই লৌকিক জীবন, ঘরবাড়ি এসব তাে ভাড়া বাড়ি। কোনটাই নিজের বাড়ি নয়।

0X

UK EDUCATION

Meet UK University Delegates

EXP0 2021 SAT, MAY 29-11 AM - 5 PM

100% Free Carrier Counselling & Admission Processing

' '

...

Venue: Grand Palace Sylhet

বিজ্ঞাপন AHZ Associates

Book now

Pick your course from 130 leading UK Universities

C

Register for FREE > a hassociates.co.uk/expo

addica lbuiSath Us---=

®

®le IELTS

২৬.

ভগবানের কখন ইতি করিও না। কেন কখন তাঁহার ইয়ত্তা করিতে সমর্থ হয় নাই, হইবেও না।

২৭.

আমার ন্যায় নগণ্য ক্ষুদ্র জীব তাঁহার অনন্ত শক্তির এক কণাও বিবৃত করিয়া বলিতে সমর্থ নয়।

২৮.

ভগবান মন দেখেন। কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন।

২৯. সাংসারিক বিষয়ের উপর জ্ঞান, মানুষকে জেদী বানিয়ে তােলে। জ্ঞানের অভিমান হলাে একটি বন্ধন।

৩০.

কাম, ক্রোধ, লােভ, হিংসা, অহং, নাম, যশ আগে কর বর্জন। ঈশ্বর কিন্তু সহজেই তােমায় দেবেন দর্শন।


Post a Comment

0 Comments