শেখ সাদীর উপদেশ বাণী শেখ সাদী, তাঁর জীবনদশায় অত্যন্ত গুণী বক্তা ছিলেন। তিনি মানুষের কথা অত্যন্ত মনােযােগ দিয়ে শুনতেন। বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে উপদেশের মাধ্যমে অনুপ্রাণিত করতেন। যা আজোও মানুষের মনে সমানভাবেই স্থান দখন করে আছে। শেখ সাদীর উপদেশ বাণী সমূহ নিম্নরুপ –
“যে ব্যক্তি কাউকে গােপনে উপদেশ দিল সে তাকে খুশি করল ও সুশােভিত করল আর যে ব্যক্তি প্রকাশ্যে কাউকে উপদেশ দিল সে যেন তাকে লাঞ্ছিত ও কলঙ্কিত করল।”
“কোন কাজই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না।”
“তিন জনের নিকট কখনাে গােপন কথা বলিও না- (ক) স্ত্রী লােক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।”
“ইহ-পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও।”
“দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলাে, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।”
“তুমি যদি উচচ সম্মান লাভ করিতে চাও তবে অধীনস্থ ব্যক্তিকে নিজের মতাে দেখতে অভ্যাস করাে। তাকে সামান্য মনে না করিয়া সম্মান করিবে।”
“এমনভাবে জীবনযাপন করো যেন কখনাে মরতে হবে না, আবার এমনভাবে মরে যাও যেন কখনাে বেচেই ছিলেনা না।”
“সকল কাজেই মধ্যপন্থা অবলম্বন করিও।”
“স্ত্রী লােককে বেশী বিশ্বাস করিও না।”
“প্রতিশ্রুতি খুব কম দিও। দয়া করবার আগে ন্যায়বান হও।”
“নিজের হাতের উপার্জিত একটি রুটি, অন্যের দয়ায় দেওয়া কোরমা পােলাওয়ের চাইতেও উত্তম।”
‘দুই শত্রুর মাঝে এমন ভাবে। কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তােমাকে লজ্জিত হতে না হয়।”
না শিখিয়া ওস্তাদি করিও না”।
তুমি বদ, লােকে বলে সৎ-ইহা অপেক্ষা তুমি সৎ, লােকে বলে বদ, ইহা ভালাে”।
“পথের সম্বল অন্যের হাতে রাখিও না”।
0 Comments