আল্লাহর দীদারের অবস্থা কিরূপ?
তার উত্তর, মানুষকে পানিতে ডুবতে দেখেছ কি? সাগরে ডুবে সে মারা
গেলে আর এ জগতে ফিরে আসে না। তেমনি কেউ যদি আল্লাহর দীদার লাভ করে, তাহলে তাতেই ডুবে থাকে চিরদিন।
আল্লাহকে পাওয়ার পথ কি?
তার উত্তর, অহম্ বা আমিত্ব বর্জন করা।
মানুষ কখন সাফল্য অর্জন করে?
তাঁর উত্তর, যখন মানুষ সৃষ্টিজগত থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে নিজের দোষ ত্রুটি
সম্বন্ধে চিন্তা-ভাবনা করে। এর দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
দরবেশ কে?
তাঁর উত্তর, যে ব্যক্তি অন্তরের অন্তস্থলে প্রবেশ করে একটি গুপ্ত কক্ষের সন্ধান পায়,
মােতির সিন্দুক লাভ করে, সেই দরবেশ।
আরশের প্রকৃত অর্থ কী?
তাঁর উত্তর, আরশ তাে আমি নিজেই।
আপনি রাতে নফল নামাজ পড়েন না কেন?
তার উত্তর, আমি প্রতি রাতে আত্মিক জগতে ভ্রমণ করি।
তবলীগ করার গুরুত্ব কী?
তার উত্তর, সেটি উত্তম কাজ। তবে তুমি এমন জায়গায় বসবাস কর, যেখানে তার। দরকার নেই।
নামাজের খাটি ও আসল পরিচয় কি?
তার উত্তর, যার দ্বারা আল্লাহর দীদার লাভ হয়।
তবে তা হওয়া খুবই কঠিন।
আপনার আয়ু কত?
তার উত্তর, মাত্র চার বৎসর।
সবাই বিস্ময় প্রকাশ করলে তিনি তাঁর কথার ব্যাখ্যা দেন যে,
সত্তর বছর পর্যন্ত তিনি পার্থিব ঝামেলায় জড়িত ছিলেন। মাত্র গত
চার বছর ধরে তিনি তাঁর মাবুদকে দেখছেন।
অতএব ঐ চার বছর ছাড়া বাকী জীবনকে তিনি আয়ুর মধ্যে গণ্য করেন না।
আরশের প্রকৃত অর্থ কী? তাঁর উত্তর, আরশ তাে আমি নিজেই।
0 Comments