সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

"মিমের পর্দা খুলে দেখলে দেখবি রে অবুঝ মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন৷”

"তৌহিদে পাইবে খােদা অজুদে মজুদ, তৌহিদে হাছেল হয় ছমিউন মাবুদ।"

| "মানুষ হয়ে চিনলি না মানুষ একি বিষম দায়। কোন মানুষ তাের শ্বাসের পথে নিত্য আসে যায়।”

“আশেক মাশুকের প্রেমের এমন নিশানা, তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা।”

"গুরু কি ধন চিনলি নারে ওরে অবােধ মন। দান ধর্ম কাবা কাশী গুরুজীর চরণ।”

"নীচে হাওয়া উপরে পানি, তার উপর আগুনের খনি, তার উপরে আসল ধনী বসে আছে আসন ছাড়া।”

“মােরাকাবা মােশায়েদা, পীরের বরজক থাকলে ধরি, রমেশ বলে আজরাইল এলে খোঁজে পায় না তার কোন বাড়ী।”

আজরাইল যার আমিও তার, দুইজন করি দুই চাকুরী, আজরাইল জান কবছ করে, আমি করি তাবেদারি।"

 “গুরু যার থাকে তুষ্ট, তার উপর জগত সন্তুষ্ট৷ গুরু রুষ্টে জগত রুষ্ট, কষ্ট অগনন৷”

"একটি ভিক্ষা মাগি আমি, আমিত্বে কই আমি আমি। আমিটি ঘুচায়ে তুমি, আমিরে চাই তুমি কর।”

আশেক মাশুকের প্রেমের এমন নিশানা, তার মরণ বাচন সমান কথা দিল দিওয়ানা।”

"গুরু কি ধন চিনলি নারে ওরে অবােধ মন। দান ধর্ম কাবা কাশী গুরুজীর চরণ।”

"প্রণমি চরণে, দীন হীন সন্তানে, বিশ্ব পতি তুমি পরম দয়াল। করুণানয়নে চাও দীন পানে, ভক্তি শূণ্য আমি অধম ছাওয়াল।”

“যে দেশেতে গুরু জ্যোতি, সে দেশেতে নাই দিবা রাতি৷ বিনা তৈলে জ্বলে বাতি, উজ্জ্বল বরণ।”

বাছন


Post a Comment

0 Comments