না খ্রিস্টান, ইহুদী–না মুসলিম,
না হিন্দু, বৌদ্ধ, সূফী— অথবা জেন
কোন ধর্ম কিংবা সাংস্কৃতিক রীতি থেকে নয়
আমি আসিনি প্রাচ্য থেকে,
আসিনি পাশ্চাত্য থেকে
আসিনি সমুদ্রের অভ্যন্তর কিংবা মাটির উপর থেকে
না আমি প্রাকৃতিক, না অলৌকিক
কোন উপাদানেই তৈরি না,
আমি অস্তিত্বশীল সত্তা নই—
না এই পৃথিবীর, না এর পরের
প্রেরিত হয়নি আদম এবং হাওয়া
অথবা অন্য কোন উৎপত্তি ইতিহাস থেকে
আমার অবস্থান অবস্থানহীন,
আমার গমনপথ— পথচিহ্নহীন
না দেহে না আত্মায়
আমি সংযুক্ত আমার প্রিয়তমের সাথে,
যেখানে দেখেছি দুইটি পৃথিবী একটি হিসেবে,
যা ইঙ্গিত দেয় এবং জানায়—
প্রথম, শেষ, ভেতর, বাহির
এই নিঃশ্বাসটুকুর আশ্রয়ে কেবল মানুষ।
– মসনবী শরীফ
0 Comments