সর্বশেষ

Header Ads Widget

Responsive Advertisement

প্রেম ভালােবাসা নিয়ে জালাল উদ্দিন রুমি(রহঃ)এর ২০ টি বানী

 ১। “প্রেমের জন্য মানুষ সৃষ্টি। নতুবা আল্লাহর ইবাদতের জন্য ফেরেশতার অভাব ছিলাে না।”

২। “কোনরূপ না ভেবেই প্রেমে নিজেকে সঁপে দাও!”

৩। “ভালােবাসা হলাে সুস্থ থাকার উপায়, ভালােবাসা হলাে শক্তি, ভালােবাসা হলাে সব কিছু বদলে দেওয়ার যাদু। ভালােবাসা হলাে স্বর্গীয় সৌন্দর্য দেখার আয়না।”

৪। “হাজার রাত কাতর ভাবে ইবাদত করার চেয়ে ভালােবেসা দিয়ে কারাে মনে আনন্দ সৃষ্টি করা তার থেকেও উওম।”

৫। “খােদাকে পাওয়ার অজস্র পথ রয়েছে, তার মধ্যে আমি প্রেমকেই বেছে নিলাম।”

৬। প্রেমই মুক্তি, প্রেমই শক্তি! প্রেমই পরিবর্তনের গুপ্ত শক্তি; প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পন সরুপ।

৭। “প্রেম ভালােবাসায় ফকিরও বাদশাহ্‌ হয়ে যায়! এবং বাদশাহ্ ফকির হয়ে যায়।”

৮। “যখন তুমি সত্যিকারের ভালােবাসায় পড়বে, তখন শরীর, মন, আত্মার কোন অস্তিত্বই খুজে পাবেনা। এমন ভালােবাসায় পতিত হও, তাহলে তােমাকে কখনও আবার আলাদা হতে হবেনা।”

৯। “আমি কোনাে নির্দিষ্ট ধর্মের অনুসারী নই। প্রেমই আমার ধর্ম। প্রত্যেক হৃদয়ই আমার উপাসনালয়।”

১০। “বিদায় শুধু তাদের জন্য যারা চোখ দিয়ে ভালােবাসে, কারণ মন প্রাণ দিয়ে যারা ভালােবাসে, তাদের বিচ্ছেদ বলে কিছু নেই!”

১১। “যে তােমাকে সত্যিই মনদিয়ে ভালােবাসবে সে তােমাকে সব রকম বন্ধন থেকে মুক্ত

রাখবে।”

১২। “হৃদয় হচ্ছে অসংখ্য তারের বীণা, যা একমাত্র প্রেম দিয়েই বাজানাে যায়।”

১৩। “ভালােবাসা অসীম পরমআত্মা থেকে এসেছে এবং চিরকাল এটা অমর হয়েই থাকবে।”

১৪। “প্রকৃতপক্ষে আমার আর তােমার আত্মা একই, তুমি আমার মাঝে আছো আর আমি তােমার মাঝে, আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি!”

১৫। “আমি এক মহাসমুদ্র; জলসিন্ধু!আর তুমি সেখানে মীনরুপ! আমাকে রেখে শুষ্কভূমিতে যেয়াে না! কারন আমিই তােমার জন্য স্বাচ্ছন্দ্যদায়ী জলধি!”


১৬। “তুমি কি তােমার আত্মার খোঁজ করছাে? তবে তােমার মনের খাঁচা থেকে অবমুক্ত হও। নিজেকে নিঃসঙ্গ মনে করাে না, তােমার ভিতরেই রয়েছে এক মহাবিশ্ব।”

১৭। “বিরহ ব্যথায় যাদের হৃদয় বিদীর্ণ, আমার প্রেম ব্যথা প্রকাশের জন্য এমন চূর্ণ-বিচূর্ণ হৃদয়ই প্রয়ােজন।”

১৮। “যে সৌন্দয্য তুমি আমার মাঝে দেখতে পাও, তা তােমারই প্রতিচ্ছবি।”

১৯। “শঙ্কার অথৈ সাগরে প্রেমই একমাত্র নির্ভিক সত্তা।”

২০। “আমার প্রথম প্রেমের গল্প শােনামাত্র তােমাকে খুঁজতে থাকি! কিন্তু জানি না ওটা। কতটা অন্ধ ছিল। প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।”

Read More


Post a Comment

0 Comments