সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

  কবি নুরউদ্দিন আবদুর রহমান জামি ছিলেন জগৎ বিখ্যাত মুসলিম কবি। মোল্লা জামি বা মাওলানা জামি নামে খ্যাত এই কবিকে ফার্সি ভাষার শীর্ষস্থানীয় মরমি কবি বলে মনে করা হয়। বিশ্ববিশ্রুত এই কবির জন্ম হয়েছিল তৈমুরি শাসনামলে ইরানের খোরাসান প্রদেশের  জ’ম অঞ্চলে ৮১৭ হিজরি বা ১৪১৪ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর।

 মোগল সম্রাট বাবর তাকে সম্মান করতেন জ্ঞানী সাহিত্যিক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে। বড় বড় জীবনীকাররা শ্রদ্ধাভরে তার নাম লিখে গেছেন। তুর্কি সুলতান জামিকে নিজ দরবারে আনার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু অর্থ ও সম্মান বা খ্যাতির কোনো মোহ বা আকর্ষণ তার ছিল না। শাসক শ্রেণী ও ধনীদের আদৌ তোষামদ করতেন না জামি। সম্রাট বাবর লিখেছেন, গুপ্ত ও ব্যক্ত বিদ্যায় সমসাময়িক যুগে জামির সমকক্ষ আর কেউ ছিলেন না। 

 জামি ছিলেন একাধারে কবি, আরেফ বা সুফি-সাধক ও পণ্ডিত তথা ইরানের অন্যতম সেরা মনীষী। তার লেখা বইয়ের সংখ্যা অন্তত ৪৬ বলে মনে করা হয়।  বিচ্ছিন্ন অনেক কবিতা ছাড়াও তার রয়েছে দশটি কাব্য। এসবের মধ্যে সাতটি হচ্ছে মাসনাভী বা দ্বিপদী কবিতার কাব্য গ্রন্থ যা একত্রে সাবা বা হাফত্‌ আওরঙ্গ নামে খ্যাত। আর জামির তিনটি স্বতন্ত্র দিওয়ান বা কাব্য সংকলনগুলোর নাম যথাক্রমে ফাতিহাতুস শবাব, সিলসিলাতুল ইক্‌দ্‌ ও খাতিমাতুল হায়াত। এই তিন কাব্যে স্থান পেয়েছে তার খণ্ড কবিতা । জামি তার পদ্য বইগুলো লিখেছেন খ্রিস্টিয় ১৪৮৯ সনের মধ্যে। জামির হাফত্ আওরঙ্গ-এ রয়েছে সিলসিলাতুল দাহাব, সালানম ও আবসাল, তুহফাতুল আহরার, সুবহ্‌তুল আবরার, ইউসুফ ওয়া জুলায়খা, লাইলি ও মজনু এবং খেরাদনামেইয়ে সেকান্দারি।

Post a Comment

0 Comments