সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কোন অধিকারে ফেরেশতারা ইকবালের অতীতের ভুলগুলাের হিশাব লিখবে?

কোন অধিকারে ফেরেশতারা ইকবালের অতীতের ভুলগুলাের হিশাব লিখবে?

ভুলগুলাের মাঝে আমি তাে আজন্ম বন্দি হয়েই আছি।

যদিও মাটির মানুষ আমি, কিন্তু প্রেম উঁচু আকাশের অধিবাসী করেছে আমি রুমিও নই, শামিও নই, কাশিও নই আর সামারকান্দিও নই।

ফেরেশতাদেরকে শিখিয়ে দিলেন খােদা আদমের মর্যাদা সম্পর্কে তারপর আদমকে শিখিয়ে দিলেন কেমন করে খােদার নৈকট্য পাওয়া যায়।

খােদা তােমার রহস্যময় পােশাকের ভেতরেই তােমার আমিটির ভেতর লুকিয়ে আছেন।

তুমি কি তােমার বুজর্গির অহঙ্কারের বিষয়টি আমাদেরকে বলবে? অথচ তুমি গরিব আমিটির মাঝেই তােমাকে দেখতে চেষ্টা কর।

জাগ্রত রুহের অধিকারী (প্রেমমন্দির, কামেল গুরু) প্রেমে আপন ঘরটিকে নুরময় করে তােল।

তােমাকে এই পৃথিবীর তরে নহে আর ঐ আকাশের তরেও নহে।পৃথিবীটা তােমারই জন্য তুমি পৃথিবীর জন্য নহ।

তারকা-রাজ্যের উর্ধ্বে আরও সৃষ্টিজগত রহিয়াছে।জেনে রাখ প্রেমের পরীক্ষা তাহারও উর্ধ্বে অবস্থান করে।

ইহা ফেরেশতা রাজ্যের রহস্যময় হিকমত। ইহা নাই-রাজ্যের জ্ঞান হৃদয়ের অনুভূতি না থাকলে তাে আর কিছুই অবশিষ্ট থাকে না।

ইহা মিমেরই স্মরণ একমাত্র প্রশংসা ইহাই দ্রুতগামী বােরাক।

তােমার আমিটার প্রতি যদি দৃষ্টি না থাকে তাে কিছুই রইলাে না।

সকাল-সন্ধ্যায় তুমি তােমার জীবনের নবযুগের সূচনা কর।

যদি খােদা ইচ্ছা করেন তাে তিনি তােমার সুন্দর আমিত্বের বিনাশ করতে পারেন।

যদি তুমি তােমার আমিত্বের পরদাটুকু একটুখানি উঠাইতে পার তা হলে সঙ্গে সঙ্গে খােদাকে দেখতে পাবে।

তাহা হইলে তুমি তােমার বিদগ্ধ দাসত্বে থাকিয়াও ফুলের মাঝে কালাম (বাণী) সৃষ্টি করতে পার।

তুমি তােমার জুব্বার ভেতরে রাখা পানপাত্রটিকে যদি পবিত্র করতে পার।

তােমার পথ তাে আমিরি নহে, বরং ফকিরিই তােমার জন্য প্রযােজ্য। তােমার স্বকীয়তাটিকে বিক্রি না করে বরং গরিবির খাতায় নাম লিখে নাও।


Post a Comment

0 Comments