পীরপূজাই আল্লাহ্র পূজা : সুফিবাদের সর্বোচ্চ দর্শনটি
হজরত আমির খসরুর এই কালামে পরিষ্কার হয়ে ফুটে উঠেছে।
ঈদ গাহে মা গারিব কুয়ে তাে।
এই গরিবের খুশির ঈদের মাঠটি হলাে তােমারই গলিতে (সরু রাস্তা, চিকন পথ, উঠান, দুয়ার, আঙিনা)।
উমেরে ছাতে দিদে দিদাম কুয়ে তাে।
আমার অতি পরিচিত জীবনসাথীকে তাঁর আসল রূপে তােমারই গলিতে দেখলাম।
কাবা-এ-মান কেবলায়ে মান কুয়ে তাে।
আমারই কাবা, আমারই কেবলা তাে একমাত্র তােমারই গলিতে।।
সেজদা গাহে মা আশেকারা আল্ কুয়ে তাে।
প্রেমিকদের সেজদার একমাত্র স্থানটি তাে শুধুমাত্র তােমারই গলিতে।
ছদ হাজারা ঈদ-ও কুরবা নাদকুনাম।
কতশত খুশির ঈদ আর কুরবানি তুচ্ছ হয়ে যায় যখন তােমারই গলিতে অবস্থান করি।
আয় হেলালে মা আব কুয়ে তাে।
মারেফতের রহস্যের সদ্য উদিত চাঁদ দেখা পাবার স্থানটি তাে তােমারই গলিতে।
দাস্তে কুশা জানিবে বেদম পীরে মা আব রিনদানে হিম্মতে মা কুয়ে তাে।
তােমারই হাতের সােহাগ-মাখা স্পর্শ, ওগাে আমার পীর, আমার অন্ধত্ব দূর করে দেয়। আর জীবনটা থেকেও মৃত্যুর ছোঁয়ায় রহস্যের আলােতে শিহরিত হয়,
ক্ষণে ক্ষণে অজানা জিজ্ঞাসায় কেঁপে ওঠে। যিনি পা হতে মাথা পর্যন্ত নূরে নূরময়, সেই তুমিই তাে আমার পীর। তােমারই নূরের সাহসী ধারা অর্জন করতে পেরেছি বলে কেবল তােমারই গলিতে পড়ে থাকি।
ইয়া নিজাম উদ্দিন মাহবুবে খােদা।
ওগাে নিজাম উদ্দিন, খােদার বন্ধু ।
জুমলা মাহবুবা গােলামে কুয়ে তাে।
কেবলই প্রেয়সী হয়ে আছ তাদের কাছে, যারা দাসত্বের শৃংখল তােমারই গলিতে আপন ইচ্ছায় বরণ করে নিতে পেরেছে।
0 Comments